নোটিশ :
গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ও নবম ভোকেশনাল শাখায় ভর্তি ফরম বিতরণ চলছে গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ৩০/১২/২০২৫ ইং তারিখে প্রকাশিত হবে। ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিষ্ট্রেশন চলছে। স্ব স্ব শ্রেণি শিক্ষকের কাছে তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো। ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ স্কুল পর্যায়ে শুরু হয়েছে, সেকল শিক্ষার্থী উক্ত খেলায় অংশগ্রহন করতে ইচ্ছুক তারা বিদ্যালয়ের অফিসকক্ষে এসে তথ্য জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো্ এসএসসি/এসএসসি ভোক. 2025 পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীদের TESTMONIAL ও ACADEMIC TRANSCRIPT বিতরণ করা হচ্ছে।
প্রতিষ্ঠানের ইতিহাস

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab
প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ইতিহাসঃ

যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। শিক্ষিত জাতি একটি দেশের বড় সম্পদ।

কিন্তু দীর্ঘদিন  এদেশের জনসংখ্যার একটি বৃহত্তম  তার সুপ্ত ক্ষমতার পরিপূর্ণভাবে বিকশিত করার এবং জাতীয় উন্নয়নে অধিক কার্যকর অবদান রাখার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তবে সময়ের বিবর্তনে সমাজ জীবনে এসেছে বিরাট পরিবর্তন। বর্তমান  সমাজ কুসংস্কার ভেঙ্গে মেয়েদের শিক্ষিত করে সমাজকে এগিয়ে নিতে এবং উচ্চ শিক্ষার পথকে সুগম করার জন্য কিছু সংখ্যক শিক্ষা সচেতন ব্যক্তির  উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাংখার প্রেক্ষিতে ১৯৭৩  সালে আড়াইহাজার উপজেলার গোপালদীতে- গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা  করেন বীর মুক্তিযোদ্ধা গাজী মো: আলাউদ্দীন ও আরো অনেকে।

প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানের জন্য ১২ কক্ষ বিশিষ্ট ১টি দ্বিতল ভবন নির্মান এবং ২ একরের অধিক ভূমি, স্থায়ী ও চলতি তহবিলে পর্যাপ্ত অর্থ, বই, চেয়ার, ব্যাঞ্চ, টেবিল, ফ্যান ও কম্পিউটার প্রদান  করে প্রতি

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [200.79 KB]

ষ্ঠানের অগ্রগতিকে তরান্বিত করা হয়।

বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি জেলা ও উপজেলা পর্যায়ে বহুবার শ্রেষ্ট প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে। আশা করা যাচ্ছে সকলের সহযোগিতায়  বিদ্যালয়টি অত্র এলাকার উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।